এই ৭টি কথা প্রত্যেকটি মানুষের জন্য উপকারী
১) যদি খুশি থাকতে চান তাহলে সময় মত এবাদত করুন
২) যদি চেহারায় উজ্জ্বলতা আনতে চান তাহলে তাহাজ্জুতের সালাত আদায় করুন
৩) যদি প্রশান্তি চান, তাহলে কোরআন তেলাওয়াত করুন।
৪) যদি স্বাস্থ্য চান তাহলে বেশি বেশি রোজা রাখুন
৫) যদি সমস্যার সমাধান চান, তাহলে সব সময় ইস্তেগফার পড়ুন
৬) যদি বরকত চান তাহলে বেশি বেশি দরুদ শরীফ পড়ুন।
৭) যদি মুশকিল আহসান করতে চান, তাহলে বেশি বেশি পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
হে আল্লাহ তোমাকে না দেখে যেমন বিশ্বাস করেছি কিয়ামতের দিন তুমিও আমাদের না দেখে ক্ষমা করে দিও আমিন
লজ্জার কিছু নেই কখনো কি কোরআন পড়েছেন যদি পড়ে থাকেন তাহলে বলেন আলহামদুলিল্লাহ
যে ব্যক্তি ১৩৩ বার ইয়া আল্লাহ পড়বে আল্লাহ তার খাদ্যে বরকত দেবেন এবং তার সকল কাজ ভালোভাবে পূর্ণ হবে।
এই পৃথিবীর একটি অপ্রিয় সত্য কথা কি জানেন ওই ব্যক্তিকে বিশ্বাস না হলে আপনি মিলিয়ে দেখতে পারেন।
তোমরা কি জানো আল্লাহর ভান্ডারে কোন কিছুর অভাব নাই বিশ্বাস না হলে
চোখের পানি পেশ করে দেখো আল্লাহ তোমাকে স্বর্ণের খনি ক্যাশ করে দিবে ।
কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে
কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নীরবতা অবলম্বন করার জন্য এরচেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে।
কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ের জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই।
ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয়।
সৎ এবং মহৎ লোক দের কে সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মত হওয়া টা অনেক কঠিন।
প্রেম করলে ঝগড়া হবে ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কেবল সেই বুঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে।
মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়াই খোঁজও নেয় না? আমরা সব সময় মনে করি আমাদের সৃষ্টি শক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি, ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতি শক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে।